Translate

Saturday 23 January 2016

উজিরপুর উপজেলার নামকরণ / ড. মোহাম্মদ আমীন


আমতলী, কালিজিরা, উজিরপুর, বিষারকান্দি, নান্দা ও হারতা নদী বিধৌত উজিরপুর জেলার আয়তন ২৪৮.৩৫ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ২,৪২,৭২০। ১৯৩৩ খ্রিস্টাব্দের ৬ সেপ্টেম্বর এখানে থানা সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়। উজিরপুর নামকরণ নিয়ে একাধিক প্রবাদ প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন, উজির আল মামুন নামক এক জলদস্যু এখানে আস্তানা গেড়ে দস্যুতা করে বেড়াতো। তার নামানুসারে এলাকার নাম হয় উজিরপুর। আবার অনেকের মতে, ‘ফকির মোহাম্মদ’ নামক নবাবে মুর্শিদাবাদের এক উজির এ অঞ্চলে বসবাস করতেন। সে উজির হতে এলাকার নাম হয় উজিরপুর। উজিরপুর নামকরণের আরেকটি প্রবাদ  উজার বা উজোড় শব্দের সাথে সম্পৃক্ত। এর অর্থ জনশুণ্য স্থান বা বিরানভূমি। ষষ্ঠদশ শতকের এক ভয়ঙ্কর বন্যায় এলাকাটির জনমানুষ, ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি উজার হয়ে বিরানভূমিতে পরিণত হয়েছিল। তাই এলাকাটির নাম হয় উজারপুর। যার অপভ্রংশ উজিরপুর। 

No comments:

Post a Comment