Translate

Saturday, 23 January 2016

মুলাদী উপজেলার নামকরণ / ড. মোহাম্মদ আমীন


জয়ন্তী, আড়িয়াল খাঁ, খালিয়ার নদী, নয়াভাঙ্গা ও পলারদি নদী বিধৌত মুলাদী উপজেলার আয়তন ২৬১.০২ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ১,৭৮,৬২০। ১৮৯৩ খ্রিস্টাব্দের ১২ ডিসেম্বর এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয়। মুলাই খান নামক জনৈক দরবেশের নামানুসারে এলাকার নাম হয় মুলাদি। মুলাদি অর্থ মুলই খানের দ্বীপ। নদী বেষ্টিত ও দ্বীপসদৃশ এ ভূখণ্ডে মুলাখান আস্তান স্থাপন করলে দ্বীপটির নাম হয় মুলাইদি; যার অপভ্রংশ মুলাদি। আবার অনেকে মনে করেন, এ দ্বীপে এক সময় প্রচুর মুলা জন্মাতো। তাই এলাকার নাম হয় মুলারদী। যার অপভ্রংশ মুলাদী।

No comments:

Post a Comment