Translate

Saturday, 23 January 2016

আগৈলঝারা উপজেলার নামকরণ / ড. মোহাম্মদ আমীন


বিষারকান্দি, পয়সা ও নান্দা নদী বিধৌত আগৈলঝারা উপজেলার আয়তন ১৬১.৮২ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ১,৪৯,৬০০। ১৯৮১ খ্রিস্টাব্দের  ১৬ জুন এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয়। আগৈল অর্থ মাটি কাটার ঝুড়ি এবং ঝারা অর্থ ঝেরে ফেলা বা কোন পরিষ্কার করা। সুতরাং আগৈলঝারা শব্দের অর্থ মাটি কাটার ঝুড়ি ঝারা। সপ্তদশ শতকে নবাব আলী খাঁর আমলে ছবি খাঁ নামক এক সুবাদার বর্তমান আগৈলঝারা, গৌরনদী, উজিরপুর ও কোটালিপাড়া নিয়ে গঠিত একটি পরগনার আঞ্চলিক শাসক ছিলেন। তদকালে বিশুদ্ধ পানীয় জলের সংকট নিরসণের জন্য দীঘির কোন বিকল্প ছিল না। ছবি খাঁ দীঘি খননের সময় অনেক শ্রমিক নিয়োগ করেন। শ্রমিকেরা কাজ শেষে একটি নিচু স্থানে আগৈল ঝাড়তেন। এভাবে আগৈল ঝাড়তে ঝাড়তে সেখানে একটি মাটির ঢিবি গড়ে উঠে। এ ঢিবির পাশে য়ে লোকালয় গড়ে উঠে তার নাম হয় আগৈলঝারা। শ্রমিকদেরকে যে স্থানে মজুরি প্রদান করা হতো তার নাম হয় পয়সারহাট।

No comments:

Post a Comment