জয়ন্তী, নয়াভাঙানি, মেঘনা, লোয়ার মেঘনা ও আজিমপুর নদী বিধৌত হিজলা উপজেলার আয়তন ৫১৫.৩৬ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ১,৭৭,০২০। এটি জেলার বৃহত্তম উপজেলা। ১৯৩৪ খ্রিস্টাব্দের ৩১ ডিসেম্বর বদরটুনিতে প্রথম থানা সদর দপ্তর স্থাপিত হয়। কথিত হয়, হিজল গাছ হতে হিজলা। এক সময় এ এলাকায় প্রচুর হিজল গাছ ছিল। এ হিজল গাছ থেকে হিজলা নামের উদ্ভব। হিজলা শব্দের অর্থ হিজল গাছ সম্বলিত লোকালয়।
No comments:
Post a Comment