প্রয়োজনে সব জায়েজ
ছোটবেলায় শুনেছি ছবি তোলা হারাম। কঠোরভাবে নিষিদ্ধ ছিল ছবি তোলা।
এখন ছবি তোলা হারাম নয়। ছবি তোলা যায়।বলা হচ্ছে : প্রয়োজনে সব জায়েজ। রোগমুক্ত হওয়ার জন্য মদ্যপানও জায়েজ।ছবি ছাড়া পাসপোর্ট করা যায় না। পাসপোর্ট ছাড়া বিদেশ যাওয়া যায় না, সৌদি আরব যাওয়া যায় না। তাই ছবি তোলা হারাম নয়।আগে হুজুরেরা মেয়েদের স্কুল-কলেজে যাওয়াকে পাপ বলে ওয়াজ করতেন। এখন হুজুরের মেয়েরাও স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে।পাপ কোথায় গেল?হুজুরগণ বললেন : যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। প্রত্যেক মুসলমান নর-নারীর বিদ্যার্জন ফরজ।এতদিন পড়তে দেননি কেন?কোনো জবাব নেই।আমার এক সহপাঠী বলত ফেইসবুক হারাম। ফেইস-বুকারদের সে প্রচণ্ড ঘৃণা করত।কারণ জানতে চাইলাম।সহপাঠী বলল : এটি ইহুদির আবিষ্কার, তাই হারাম। ইহুদিদের সব আবিষ্কার হারাম।বললাম : মোবাইল ফোনও কিন্তু ইহুদিদের আবিষ্কার।তার হাতে মোবাইল ফোন ছিল, এজন্য কোনো উত্তর দেয়নি।এখন সে ফেইসবুকে মগ্ন। আগের কথা স্মরণ করিয়ে দিলাম সেদিন।বলল : আমি ফেইসবুকে ধর্মের কথা বলি, তোমাদের মতো প্রেমের কথা বলি না। ধর্মপ্রচার করি,তোমাদের মতো মেয়েদের ছবি প্রচার করি না।তাহলে এতদিন হারাম বলেছ কেন?সহপাঠী : যুগের বিবর্তন। আসলে কে আবিষ্কার করেছে, সেটা বিষয় নয়; বিষয় হচ্ছে প্রয়োজনীয়তা।এতদিন পর ঘুম ভাঙলো।আরও আগে ভাঙলে এত পিছিয়ে থাকতে হতো না আমাদের। আমাদের ঘুম ভাঙগার আগে অন্যরা সব আম কুড়িয়ে নিয়ে চলে গেছে, এখন খোসা ছাড়া কিছু নেই।ইস্ যুগের বিবর্তনে বিবর্তিত হতে যদি আমরা এত দেরি না-করতাম!
Sunday, 17 January 2016
বিবর্তন : প্রয়োজনে সব জায়েজ / ড. মোহাম্মদ আমীন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment