ইতিহাসবেত্তা ও ঈশ্বর
ভিক্টোরিয়ান যুগের খ্যাতিমান ইংরেজ লেখক স্যামুয়েল বাটলার। বন্ধুদের সঙ্গে আড্ডা করছিলেন। আড্ডার এক পর্যায়ে কথাপ্রসঙ্গে বললেন : ইতিহাসবেত্তা ঈশ্বরের চেয়ে শক্তিশালী।কীভাবে? একজন জানতে চাইলেন।বাটলার : ঈশ্বর অতীতকে পরিবর্তন করতে পারেন না কিন্তু ইতিহাসবেত্তা পারেন।তাই তো!
No comments:
Post a Comment