সন্ধ্যা, হারতা, নলশ্রী, জৈনকাঠি ও স্বরূপকাঠি নদী বিধৌত বানারীপাড়া উপজেলা আয়তন ১৩৪.৩২ বর্গ কিলোমটিার এবং লোকসংখ্যা ১,৫৩,১৬০। ১৯১৩ খ্রিস্টাব্দে এখানে থানা সদর দপ্তর প্রতিষ্ঠা করা হয়। বানারীপাড়া নামকরণ নিয়ে একাধিক প্রবাদ প্রচলিত আছে। অনেকে মনে করেন এককালে এ অঞ্চলে প্রচুর বানর ছিল। তাই এলাকার নাম হয় বানরপাড়া। যার অপভ্রংশ বানারীপাড়া। অনেকে মনে করেন বানা ও আড়াআড়ি হতে বানারীপাড়া। বানা শব্দের অর্থ বাঁশের পাতলা সরু চটা দিয়ে প্রস্তুত মাছ আটকানোর বেড়া। এক সময় আলোচ্য এলাকায় মাছ আটকানোর জন্য খাল, নদী ও হাউড় কিংবা বিলে আড়াআড়িভাবে প্রচুর বানা বসানো হতো। বানা ও আড়াআড়ি শব্দদ্বয় যুক্ত হয়ে বানারী। যে পাড়া বা লোকালয়ে এ বানা বেশি ছিল সেটি বানারীপাড়া নামে পরিচিতি পায়। আবার অনেকে মনে করেন বেনিয়া শব্দের তদস্থানের কথ্যরূপ বানারী। বেনিয়া অর্থ ব্যবসায়ী। এককালে আলোচ্য এলাকায় বহু বানারী ছিল। তাই পাড়াটির নাম হয় বানারীপাড়া।
Saturday, 23 January 2016
বানারীপাড়া উপজেলার নামকরণ / ড. মোহাম্মদ আমীন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment